উঁকুন দূর করুন চিরতরে। মাথায় উকুন এর চিকিৎসা। উকুন হলে কোন ওষুধ খেতে হয়। উকুন দূর করার ঘরোয়া উপায়

 






চুলে উকুনের সমস্যা যেমন অস্বস্তিকর, তেমনি চুলকানির কারণে একটি বিরক্তিকর বিষয়ও বটে। মাথায় উকুন আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ডিম পাড়ে। এর পর ১০ দিন সময় লাগে উকুন বড় হতে। একসঙ্গে ডিম থেকে উকুন হওয়ার কারণে অনেক দ্রুত চুলে উকুন ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে যতই উকুননাশক প্রসাধনী ব্যবহার করেন, উকুন বারবার ফিরে আসে। আর এই প্রসাধনীতে নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকার কারণে চুলেরও মারাত্মক ক্ষতি হয়।




মাথায় উকুন কি?




মাথায় উকুন হল ক্ষুদ্র পরজীবী যা মানুষের দ্বারা চালিত কোষগুলির উপর বেড়ে ওঠে এবং তাদের রক্ত খায়। উকুন নিকী থেকে জন্মায়, যেগুলি হল তাদের ডিম।



 মাথায় উকুন এর লক্ষণ ও উপসর্গগুলি কি কি?




যদি কারোর স্ক্যাল্পে উকুন থাকে তবে এটি চিহ্নিত করা বা খুঁজে বের করা খুব কঠিন, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যখন উকুন নিকীর পর্যায়ে থাকে। মাথায় উকুনের প্রধান লক্ষণগুলি অনুসরণ করুন:





স্থাননির্ণয় করা -

 কখনও কখনও চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় একজনের চুলের গোছার সঙ্গে আটকে থাকা উকুনের স্থাননির্ণয় করতে পারেন যা চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় পরে, এটি চুলের গোছাতে খুব ছোটো সাদা কণার মতো গঠন যুক্ত হয়।




চুলকানি -

 যেহেতু তারা খাওয়ার জন্য স্ক্যাল্পের মধ্যে প্রবেশ করে সেহেতু পরবর্তী পর্যায়ে, মাথায় উকুনের উপস্থিতি ও বেড়ে ওঠা স্ক্যাল্পে বারবার চুলকানির সৃষ্টি করে।




 উকুন কিভাবে নির্ণয় করা এবং চিকিৎসা করা হয়?




মাথায় উকুন নির্ণয়ের জন্য কোনো পরীক্ষার পরামর্শ দেওয়া হয় না। একজন কেবল উকুনের চিরুনি ব্যবহার করে অথবা স্ক্যাল্প পরীক্ষা করতে পারেন এবং উকুন নির্ণয়ে নিশ্চিত হতে পারেন।




মাথায় উকুনের চিকিৎসার মধ্যে আছে 

ঔষধিযুক্ত পণ্য যেমন 

শ্যাম্পু, তেল এবং অন্যান্য

 যেগুলি প্রায়ই স্ক্যাল্পে সরাসরি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং তারপর পণ্যটির উপর নির্ভর করে ধুয়ে ফেলা বা আঁচড়ানো নির্ভর করে। বাজারে সবচেয়ে সাধারণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত পণ্যগুলির মধ্যে কিছু উকুন ও তাদের নিকীকে হত্যা করার জন্য আইভারমেক্টিন কনটেন রয়েছে।





বিশেষ ধরণের ঘন দাঁতযুক্ত চিরুনি তৈরী করা হয়েছে যা কেবল সোজাসুজি ভাবে চুল আঁচড়ানোর মাধ্যমে উকুন ও নিকী বের করতে বিশেষভাবে সাহায্য করে।




প্রয়োজনীয় সতর্কতাগুলির মধ্যে রয়েছে প্রত্যেকের পোশাক আলাদা রাখা এবং মাথা ও ঘাড়ের চারিপাশে যা ব্যবহার করা হয় তা কারোর সাথে ভাগ না করা যতক্ষন না পর্যন্ত মাথায় উকুনের সমস্যার সম্পূর্ণ সমাধান হচ্ছে।










ঘরোয়া উপায়ে উকুন দূর করার পদ্ধতি



নারিকেল তেল: 

উকুন তাড়ানোর জন্য কিন্তু নারিকেল তেলের কোনো জুড়ি নেই। নারিকেল তেল উকুনের শ্বাসরোধ করতে সাহায্য করে। রাতে ৩-৪ চামচ নারিকেল তেল এবং কর্পূর গরম করে তা চুলে এবং মাথার তালুতে ভালো করে লাগাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে হবে। মোটামুটি সপ্তাহে ৫ দিন নিয়ম করে এই পদ্ধতি অনুসরণ করার পর উকুনমুক্ত হতে পারবেন।




লেবুর রস: 

লেবুর রসে আ্যাসিড থাকে যা উকুন তাড়াতে এবং আটকাতে উপযোগী। লেবুর রসের সাথে আদা বেটে সেই মিশ্রণটি চুলে প্রায় আধ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর পানি এবং শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি পর পর ৪-৫ দিন চুলে লাগালে পুরোপুরি উকুন তাড়ানো যায়।




ভিনেগার: 

উকুনকে প্রতিরোধ করার জন্য ভিনেগার হলো এক মোক্ষম উপায়। ভিনেগারে প্রচুর আসিটিক আ্যাসিড থাকে যা আমাদের চুলে হওয়া উকুনকে মারতে সাহায্য করে। ভিনিগার উকুনের ডিম বা নিটকে আমাদের চুলের থেকে বিলীন করে দেয়। সমান পরিমাণ ভিনেগার আর মিনারেল অয়েল মিশিয়ে ঘুমোনোর আগে তা আমাদের মাথার তালুতে এবং চুলে লাগিয়ে রাখতে হবে। আবার সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে হবে। মোটামুটি সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণটি লাগালে কিছু সপ্তাহের মধ্যেই উকুন থেকে বাঁচা সম্ভব।





পেঁয়াজ: 

পেঁয়াজ একটি খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে যা দিয়ে উকুন তাড়ানো যায়। কিছুটা পরিমানে পেঁয়াজ বেটে রাখতে হবে। তারপর ছাকনি দিয়ে তার রস বের করেতা আমাদের চুলে এবং মাথার তালুতে লাগাতে হবে। এরপর মাথা ঢেকে তা মোটামুটি ২ ঘণ্টার জন্য রেখে দিতে হবে। সময় হয়ে গেলে মাথায় হালকা গরম পানি এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতি তা প্রথমে পর পর ৩ দিন অনুসরণ করে তারপর সপ্তাহে একদিন লাগাতে হবে। এইভাবে যতদিন না আমরা পুরো উকুন মুক্ত হচ্ছেন ততদিন মাসে ১ দিন করে লাগাতে হবে।




মেয়োনিজ: 

মেয়োনিজ আরেকটি সহজ উপায় যা উকুন মারতে সাহায্য করে। মেয়োনিজ চুলে লাগালে মেয়োনিজ উকুনকে শ্বাসরোধ করে দেয় এবং অবশেষে উকুনগুলো মারা যায়। প্রথমে চুলে মেয়োনিজ লাগিয়ে প্রায় ৫-৬ ঘন্টা সেটা রেখে দিতে হবে। ৫-৬ ঘণ্টা হয়ে যাওয়ার পর শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর হেয়ার ড্রাইয়ের দিয়ে চুল শুকোতে লাগবে। এর পর সরু দাঁতের চিরুনি দিয়ে চুলের উকুন এবং নিটগুলো ঝেড়ে ফেলতে হবে। এই পদ্ধতিটি সপ্তাহে একবার করে ২ মাস অনুসরণ করতে হবে পুরোপুরি উকুন তাড়ানোর জন্য।




উল্লেখ করা প্রত্যেকটি মিশ্রণ লাগিয়ে কিন্তু অবশ্যই শাওয়ার ক‍্যাপ বা কোনো প্লাস্টিক দিয়ে আমাদের চুল ঢেকে রাখতে হবে।





উকুনের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ



 


 Iversafe Lotion 




 Uniscab Lotion 




 Proscab Lotion  





LINDANE LOTION 100ML 





 Psure Cream 




Klmite Cream 




 Gamamed Lotion



 Bactiscab Lotion 



Cetrimide + Menthol + Permethrin Cetrimide + Menthol + Permethrin Soap 




 Albendazole + Ivermectin Tablet



  Albendazole 400 Mg + Ivermectin 6 Mg Tablet



Post a Comment

3 Comments